ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বগুড়ার ৮ দোকানিকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৫ মার্চ ২০২৩  
বগুড়ার ৮ দোকানিকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা

রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে বগুড়ায় বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা না টাঙানো এবং মেয়াদ না থাকা পণ্য বিক্রির দায়ে আট দোকানিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার টি এন্ডটি কলেজ কাঁচা বাজারে এ অভিযান চালানো হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। সদর উপজেলার টিএন্ডটি কলেজ কাঁচা বাজারে ৮ দোকানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৩ জন সবজি ও দুইজন গরুর মাংস বিক্রেতাকে ৫০০ টাকা করে ২৫০০ টাকা জরিমানা করা হয়। তাদের কারও দোকানেই মূল্য তালিকা ছিলো না। এছাড়া ওই বাজারের আরও তিন দোকানে দইয়ের গায়ে উৎপাদন ও উর্ত্তীণ মেয়াদ না থাকায় ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও জানান, অভিযান চলাকালে জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন। আমাদের এই অভিযান চলবে। 

এনাম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়