ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৫ মার্চ ২০২৩  
খুলনায় গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খুলনায়। 

শনিবার (২৫ মার্চ) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আরো পড়ুন:

সভার শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত সব শহিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘বাঙ্গালি জাতিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ‘সার্চলাইট’ নামে অপারেশন শুরু করে। তারা নিরস্ত্র বাঙ্গালিদের নির্বিচারে হত্যা করে। এটি ছিলো একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা।’ 

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্ব অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধূরী, কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


 

নূরুজ্জামান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়