ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৬ মার্চ ২০২৩  
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লার চৌয়ারা সড়কে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নারীসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের মুহূর্তে সদর দক্ষিণ পশ্চিম জোড়কাননের ঈশা পাম্প সংলগ্ন ফুলতলীতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় চৌয়ারার মাটিয়ারা এলাকার আমান (৪০) নামের একজন নিহত হয়। আরেকজন অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস আই মনির।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে মদিনা বাস সিএনজিকে ধাক্কা দিলে সাথে সাথে রাস্তায় কয়েকজন আহত হন।  তালহা নামের একজনের আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তিনি কুমিল্লা হাউজিং এস্টেট দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল।

এস আই মনির জানান, ইফতারের মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি আমরা ঘটনাস্থলে পাইনি। সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে।
 

/রুবেল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়