হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার (২৬ মার্চ) সকালে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া, বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ আছে।
তিনি আরও জানান, এক দিন বন্ধের পর আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি এ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ২৬ মার্চ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
মোসলেম উদ্দিন/ইভা