ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বাধীনতা দিবসের ব্যানারে ‘স্বাধীনতা’ বানানই ভুল!

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৫:০৭, ২৬ মার্চ ২০২৩
স্বাধীনতা দিবসের ব্যানারে ‘স্বাধীনতা’ বানানই ভুল!

ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে ‘স্বাধীনতা’ শব্দের বানান ভুল থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আয়োজক কর্তৃপক্ষের গাফিলতিকেই এ জন্য তারা দায়ী করেছেন। 

রোববার (২৬ মার্চ ) নলছিটি উপজেলা প্রশাসন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ব্যানারে স্বাধীনতার বদলে ‘স্বাধীনত’ লেখা থাকলে বিষয়টি উপস্থিত সবার নজরে পড়ে। কর্তৃপক্ষের এ ধরনের উদাসিনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত বিভিন্ন পেশার মানুষ। 

অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার নামে এক ব্যক্তি বলেন, ‘প্রশাসন কতটা উদাসিন হলে এমন একটি বানান ভুল করতে পারে ভাবা যায় না। তাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানারেই এমন ভুল খুব দুঃখজনক। এ ব্যাপারে তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’ 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন, ‘আসলে এটা ডেকরেটরের মালিকের ভুল।’ 

অভিবাদন মঞ্চ তৈরি করার দায়িত্বে কে ছিলেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সবাই মিলেই তৈরি করেছি।’

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান। 

অলোক/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়