ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৯ মার্চ ২০২৩  
ময়মনসিংহে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

সনাতন ধর্মালম্বীদের মহাঅষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে হাজারো পুণ্যার্থীদের ঢল নামে। বুধবার (২৯ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর থানাঘাট, কাঁচারীঘাট ও কালাবাড়ী ঘাটে নানা বয়সী পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করেন। 

এছাড়াও জেলার বেশ কয়েকটি স্থানে ব্রহ্মপুত্র নদে পূণ্য স্নানে মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনের জন্য ১৫টি বুথ ও পয়ঃনিস্কাশনের জন্য ৪০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে।

এদিকে পুণ্যস্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদের তীরে বসেছে মেলা। স্নান শেষে পুণ্যর্থীরা মেলায় গিয়ে নিজেদের পচ্ছন্দের জিনিসটি কিনতে দেখা গেছে।

পুণ্যস্নানকে ঘিরে ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীও ছিলো তৎপর। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অষ্টমীর স্নান উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরে ভোর থেকে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্নান শেষ করেছেন পূণ্যার্থীরা।

মিলন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়