ঢাকা     শনিবার   ০৩ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে কসাইয়ের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৯ মার্চ ২০২৩  
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে কসাইয়ের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে রাসেল (৪২) নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) সকালে জেলা শহরের কাজীপাড়া (দরগাহ মহল্লার) একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মো. রাসেল জেলা শহরের কাজীপাড়া (মৌলভীহাটি) এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে পেশায় কসাই ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাসেল মাঝেমধ্যে শখের বশে মাছ ধরতো। রাতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সঙ্গে আর যোগাযোগ করেনি। বুধবার সকালে  দরগাহ মহল্লার একটি পুকুরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। 

রুবেল/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়