যুবকের কবজি কেটে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়ার জেরে রুবেল হোসেন নামে এক যুবকের হাতের কবজি কেটে ফেলার ঘটনায় মোশারফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরকীয়ার জেরে যুবকের কবজি কর্তন
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে তাকে গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোশারফ হোসেন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়ালাবাড়ি গ্রামের মৃত আয়েশ মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, মামীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে মঙ্গলবার হাতের কবজি কর্তনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে রুবেলের ছোট ভাই আবদুর রাকিব। মামলার পরপরই অভিযান চালিয়ে মোশারফকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। বাকি আসামিদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
শিয়াম/তারা
আরো পড়ুন