ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত টঙ্গীর রনির পরিবারে শোকের মাতম 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৯ মার্চ ২০২৩  
সৌদি আরবে দুর্ঘটনায় নিহত টঙ্গীর রনির পরিবারে শোকের মাতম 

সৌদি আরবের আসির প্রদেশে গত সোমবার ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে মৃতদের মধ্যে একজনের বাড়ি গাজীপুরের টঙ্গীতে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। টঙ্গীর বড় দেওড়ার ফকির মার্কেট এলাকায় বিরাজ করছে বেদনাবিধুর পরিবেশ।  

নিহত বাংলাদেশীর মধ্যে ইমাম আব্দুল লতিফের ছেলে ইমাম হোসাইন রনি (৪০)। তিন ভাই ও এক বোনের মধ্যে রনি ছিল দ্বিতীয়। সে গত মাসে বাংলাদেশে এসে বিয়ে করে সৌদি আরব চলে যায়। 

রনির বোন সীমা আক্তার বলেন, ৫ বছর হয়েছে রনি সৌদি আরবে থাকে। দুই মাসের ছুটিতে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ সে দেশে আসে এবং ৭ তারিখ বিয়ে করে। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মলি আক্তারের ঘরে এক সন্তান রয়েছে। নাম ইসমাইল হোসেন (১১)। সে স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে। প্রথম স্ত্রী চলে যাওয়ার পর রনি শিমু আক্তারকে (২৫) বিয়ে করে। 

নিহত রনির ভাই হোসেন আলী জসিম জানান, ২৫ মার্চ উমরাহ পালনের জন্য ভাইকে বিমান বন্দরে দিয়ে আসি। ঠিকঠাক মতোই রনি গন্তব্যে পৌঁছেছিল। ওমরাহ পালন শেষে ১ এপ্রিল কাজে যোগদানের কথা ছিল তার। 

রনির পরিবারের এখন একটাই চাওয়া রনির লাশটা যেন দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, লাশ আসার পর সরকারি নির্দেশনা অনুসারে সব কাজ সম্পন্ন করা হবে। 

রেজাউল/তারা  

সর্বশেষ

পাঠকপ্রিয়