ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কারাভোগ শেষে দেশে গেলেন তিন ভারতীয় নাগরিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৯ মার্চ ২০২৩  
কারাভোগ শেষে দেশে গেলেন তিন ভারতীয় নাগরিক

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে আটক হওয়া তিন ভারতীয় নাগরিক কারাভোগ শেষে নিজ দেশে ফেরত গেছেন।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদেরকে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ'র হাতে তুলে দেওয়া হয়।

ফেরত যাওয়া তিন ভারতীয় নাগরিক হলেন- রামু দেববর্মা, মিলন দেববর্মা ও স্বপন দেববর্মা। তাদের সবার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায়। 

বাংলাদেশে অবৈধ প্রবেশের অভিযোগে তাদের ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গত বছরের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে ওই তিন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি সদস্যরা। তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রেবেশের মামলা হলে আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। কিন্তু কাগজ পত্রের ত্রুটি এবং দুই দেশের যোগাযোগ সঠিক ভাবে না হওয়ায় তিন ভারতীয় নাগরিককে সাজার মেয়াদ শেষেও কারাগারে থাকতে হয়।পরে  দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলে। আজ বন্দি তিন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়