ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

লাশ ছিনিয়ে নিতে কিশোর গ্যাংয়ের হামলা, ৫ জন আহত

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৯ মার্চ ২০২৩   আপডেট: ১৭:০১, ২৯ মার্চ ২০২৩
লাশ ছিনিয়ে নিতে কিশোর গ্যাংয়ের হামলা, ৫ জন আহত

চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৫ স্টাফকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া দুই কিশোরের লাশ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকালে এ ঘটনাটি ঘটে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে হাসপাতালে ঢুকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাটি ঘটায়। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে পুরানবাজারের পূর্ব শ্রীরামদি এলাকার শামীম ও মিনহাজ নামের দুই কিশোর বৃষ্টির সময় মাঠে পড়ে থাকা তাঁড়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। আর এরপরই হামলার ঘটনা ঘটে।

হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়াদের ক্ষেত্রে কিছু আইনি বিষয় থাকে। যে কারণে লাশ হাসপাতালের জিম্মায় রাখা হয়েছিলো। কিন্তু নিহতের স্বজনসহ এলাকার কিছু কিশোর হাসপাতাল থেকে লাশ ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় কিশোররা হাসপাতালের পাঁচ স্টাফকে পিটিয়ে আহত করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, হাসপাতালের ইমারজেন্সি কক্ষের ৫ স্টাফকে আহত করার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা ইতোমধ্যেই কিশোর গ্যাংয়ে থাকা আরিফুল্লাহ নামের একজনকে আটক করেছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। েআমরা পরবর্তী তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নেবো।

অমরেশ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়