ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে দিঘী থেকে প্রাচীন মূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৩৭, ৩০ মার্চ ২০২৩
মুন্সীগঞ্জে দিঘী থেকে প্রাচীন মূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বল্লাল সেনের দিঘী থেকে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শ্রমিকরা মূর্তিটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কৃষিকাজের জন্য মাটি কেটে সেচের পানির লাইন করতে গেলে মূর্তিটি দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে জানালে রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব ঘটনাস্থলে এসে মূর্তিটি বুঝে নেন। পরে তারা মূর্তিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি বিভাগে জমা দেন।

জেলা প্রশাসনের পক্ষে নেজারত শাখার সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারি মূর্তিটি বুঝে নেন। প্রাথমিক নিরীক্ষার পরে তিনি গণমাধ্যমকে জানান, মূর্তিটির ওজন ৪ কেজি ৭৯৮ গ্রাম। এটি কষ্টিপাথরের মূর্তি কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাব টেস্টে পাঠানো হবে।

রতন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়