ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন নির্যাতনের মামলায় কারাগারে কাউন্সিলর

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ২১:১৯, ৩০ মার্চ ২০২৩
যৌন নির্যাতনের মামলায় কারাগারে কাউন্সিলর

নারী নির্যাতন মামলায় নাটোরের নলডাঙ্গা পৌরসভার এক কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই কাউন্সিলরের নাম আবু বক্কর। তিনি নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পূর্ব মাধনগর এলাকার বাসিন্দা।

নাটোর আদালতের ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটার আদালতে আসামি আবু বক্কর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক বলেন, ‘উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় ওই কাউন্সিলরের দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি। প্রতিবেশী হওয়ায় ভুক্তভোগী নারী তার শ্যালিকা। গত ১৮ মার্চ ওই নারীকে শ্বশুরবাড়িতে ডেকে যৌন নির্যাতন করেন। তার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা বলেন। পরদিন মামলা করেন ভুক্তভোগীর স্বামী।’

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়