ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের উদ্যোগ নিয়েছিলেন’

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ৩০ মার্চ ২০২৩  
‘বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের উদ্যোগ নিয়েছিলেন’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের উদ্যোগ নিয়েছিলেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুরের হাইমচরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মাত্র ৩ বছর ৭ মাস ৩ দিন দেশ পরিচালনা করেছিলেন বঙ্গবন্ধু। সে সময় যুদ্ধবিধ্বস্ত এই দেশটাকে গড়ে তুলতে নানামুখী কাজ করেছেন তিনি। তখন টাকা পয়সা ছিল না। রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল কিছুই ছিল না। বঙ্গবন্ধু সেই অবস্থায় প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। কিছু নাই থাকা অবস্থাতেও মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন তিনি।’

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

অমরেশ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়