মাদকের কারবারে তিন ভাই, দুই ভাই মিলে এক ভাইকে ছুরিকাঘাত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়া পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি কারিমুল পাশা ওরফে দিপ্তী (৩৯) তারই আপন দুই ভাই কর্তৃক ছুরিকাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কারিমুল পাশা ওরফে দিপ্তী ওই এলাকার মৃত গোলাম মোহাম্মাদের ছেলে। তারা তিন ভাই-ই মাদকের কারবারে জড়িত। পুলিশ ঘটনাস্থল থেকে একভাই শ্যামলকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে হামলাকারী আরেক ভাই শাওন পালিয়ে গেছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, আহত দিপ্তী পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শুধুমাত্র মাদকেরই ৭টি মামলাসহ একাধিক মামলা আছে। বৃহস্পতিবার দিপ্তীর সাথে তার আপন দুই ভাইয়ের মাদক ব্যবসা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাওন ও শ্যামল মিলে তার মাথায় ছুরিকাঘাত করে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনাম/টিপু
আরো পড়ুন