ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৩১ মার্চ ২০২৩  
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কয়লাবোঝাই ট্রাকের পেছনে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় কালু মিয়া (৩৫) নামে চালকের সহযোগী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ মার্চ) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কালু মিয়া সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে। নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

এর আগে গত ২৪ মার্চ দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় সাটের বটতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন ট্রাকচালক মো. সুমন (৪২)।

টুটুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়