ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মিথ্যা প্রচারণায় আমরা যেন বঙ্গবন্ধু কন্যাকে না হারাই’

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৩১ মার্চ ২০২৩  
‘মিথ্যা প্রচারণায় আমরা যেন বঙ্গবন্ধু কন্যাকে না হারাই’

মেহের আফরোজ চুমকি

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘মিথ্যা প্রচারণায় আমরা যেমন বঙ্গবন্ধুকে হারিয়েছি। আবার সেই একই  মিথ্যা প্রচারণায় আমরা যেন বঙ্গবন্ধু কন্যাকে না হারাই।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছিল। 

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, ‘বাসন্তী নামের এক নারীকে নিয়ে মিথ্যাচার করে জাতির জনককে বিশ্বের কাছে ছোট করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। আর সেটা ছিল বঙ্গবন্ধুকে হত্যার নিল নকশারই অংশ। আবার একই ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। মিথ্যা প্রচারণা নিয়ে এখনও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। ১০ টাকা হাতে দিয়ে দেশের একজন শিশুকে দিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীদের এখন থেকেই সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য অনেক কিছু করেছেন এবং করছেন। বঙ্গবন্ধুর কন্যা আছেন বলেই নারীরা ইজ্জত নিয়ে বেঁচে আছেন। তিনি আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশ ও জনগণের জন্য রাজনীতি করছেন।’

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস.এম রবীন হোসেন, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর, কামরুল ইসলাম প্রমুখ। 

এরআগে মেহের আফরোজ চুমকি কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার একশ অসহায়, গরিব ও দুস্থদের মধ্যে ইফতার সমগ্রী বিতরণ করেন।

রফিক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়