ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাশিমপুর কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৩১ মার্চ ২০২৩   আপডেট: ১৬:১৮, ৩১ মার্চ ২০২৩
কাশিমপুর কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জমানকে কেরানীগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ আনা হয়েছে। 

শুক্রবার (৩১ মার্চ) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, প্রিজনভ্যানে করে দুপুর দেড়টার দিকে শামসুজ্জমানকে কাশিমপুর কারাগার-১ এ নিয়ে আসা হয়।

এরআগে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়ার ৩৫ ঘণ্টা পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। সেখানে জামিন আবেদনের শুনানি হয়। পরে  জামিন আবেদন নাকচ করে শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। 

এরপর একই দিন বিকেল সাড়ে তিনটার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। আজ তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ নিয়ে আসা হয়।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়