ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৩১ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৩৯, ৩১ মার্চ ২০২৩
আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র করা হয়েছিলো। পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো। বোঝাই যাচ্ছে আগের মতই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে। যা মেনে নেওয়া হবে না।’

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের সঙ্গে আমাদের আবেগ অনুভূতি জড়িয়ে আছে। স্বাধীনতা দিবস নিয়ে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধ মূলক কর্মকাণ্ড। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্র। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যৌক্তিক। জনগণও সেটাই প্রত্যাশা করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল জায়গা স্বাধীনতা। স্বাধীনতা আমাদের অস্তিত্ব। সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।’

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাঞ্চন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়