ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৩১ মার্চ ২০২৩   আপডেট: ২২:২৯, ৩১ মার্চ ২০২৩
বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে স্টার নেট কোম্পানির নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার ও প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) সকালে দায়িত্বে অবহেলার অভিযোগে নিহত শ্রমিক মনোয়ার হোসেনের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন- স্টার নেট কোম্পানির মালিক চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকার বাসিন্দা আরশাদ আলী (৬০), কোম্পানির ঠিকাদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাবানী বাজার গ্রামের ইব্রাহিম খান (৬০) ও কোম্পানির প্রকৌশলী নওগাঁ জেলার পোরশা থানার কুলাডাঙ্গা গ্রামের রাব্বানী (২৮)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ‘তিন শ্রমিক নিহতের ঘটনার নিহত এক শ্রমিকের ভাই বাদী হয়ে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

মামলার বাদী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার ভাই মনোয়ার হোসেন দীর্ঘদিন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে ভাড়া থেকে স্থানীয় স্টার নেট কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে সে কাজে যায়। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক, ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছি।’

ময়মনসিংহ পল্লী বিদুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহম্মদ শাহ্ আল জাবেদ বলেন, ‘১১ কেভি ভোল্টের সঞ্চলন লাইনের সঙ্গে তাদের কাজ করার আগেই আমাদের অবহিত করা উচিত ছিল। তারা চাইলে আমরা লাইন বন্ধ করে সহযোগিতা করতে পারতাম। এটা কারখানা কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির মধ্যে পড়ে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকরা হলেন- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগর এর ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উত্তর সারমারা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৫)।

রফিক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়