ঢাকা     মঙ্গলবার   ৩০ মে ২০২৩ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

নাইক্ষ্যংছড়িতে নেপালির পর এবার এক ভারতীয় আটক 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:৪৩, ১ এপ্রিল ২০২৩
নাইক্ষ্যংছড়িতে নেপালির পর এবার এক ভারতীয় আটক 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় সুধীর (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩১ মার্চ) রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুধীর (৪০) ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বিমলের ছেলে। তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে ভারতীয় এ নাগরিককে আটক করা হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

এর দুইদিন আগে গত মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে অম্বর থাপা বুরা (২৪) নামের নেপালী এক নাগরিককে আটক করেছিলো বিজিবি।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামায়। এসময় জিজ্ঞাসাবাদে কথা-বার্তায় অসংলগ্নতা পাওয়ায় তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক সুধীরের কাছে পাসপোর্টসহ কোন ধরণের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি হিন্দিতে কথা বলছিলেন। আর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানান তিনি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আটকের পর বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।'

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, শুক্রবার রাতে সীমান্তে আটক ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবির এক সদস্য বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন।

এদিকে মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে আটক নেপালি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবানের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান। 

তিনি বলেন, বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তিনি আসলে কী উদ্দেশ্যে সীমান্তে ঘুরাফেরা করছিল তা বিস্তারিত জানানো যাবে।

তারেকুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়