ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিরার দাম কেজিতে ১৬০ টাকা বেড়েছে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১০:১৪, ১ এপ্রিল ২০২৩
জিরার দাম কেজিতে ১৬০ টাকা বেড়েছে

দিনাজপুরের হিলি বন্দর বাজারে প্রতিকেজি জিরার মূল্য ৬৩০ টাকা। গত দুই মাসের ব্যবধানে জিরার দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ১৬০ টাকা। এর আগে জিরার কেজি ছিলো ৪৭০ টাকা। চাহিদা তুলনায় আমদানি কম হওয়া বেড়েছে দাম, বলছেন ব্যবসায়ীরা। বাজারে দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতা।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় হিলি মসলা বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬৩০ টাকা, বাবা জিরা ৬৩০ টাকা, মধু জিরা ৬৩০ টাকা, অমরিত জিরা ৬৩০ টাকা, সোনা জিরা ৬৫০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে অন্যান্য মসলার দাম স্বাভাবিক থাকলেও জিরার দাম অনেক বেশি।

হিলি বাজারে মসলা কিনতে আসা আলাউদ্দিন বলেন, গত দুই মাস আগে এক কেজি জিরা ৪৭০ টাকা কেজি দরে কিনে নিয়ে গিয়েছিলাম। আজ সেই জিরা ৬৩০ টাকা কেজি দরে কিনতে হলো।

বাজারে মসলা ব্যবসায়ী শাওন বলেন, আমার মসলা ঘরে সব প্রকার জিরা আছে। তবে বর্তমান জিরার দাম অনেক বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় ভারত থেকে জিরা আমদানি কম হচ্ছে, যার কারণে দামও বেড়ে যাচ্ছে। আশা করছি আমদানি স্বাভাবিক হলে জিরার দাম কমে যাবে।

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়