হবিগঞ্জে ২৬০ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:১১, ১ এপ্রিল ২০২৩
আপডেট: ১১:১৯, ১ এপ্রিল ২০২৩

হবিগঞ্জ জেলার লাখাইয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৬০ জনকে আসামি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) রাতে লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক ধাম এ তথ্য জানান।
এর আগে ৬০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন থানার এসআই সদরুল হাসান খান।
চম্পক ধাম জানান, আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি জানান, গত ২৫ মার্চ লক্ষ্মীপুর গ্রামের হিরা মিয়া ও মজিবুর রহমানের পক্ষ নিয়ে দুইদল গ্রামবাসী সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সে সময় উভয়পক্ষের লোকসহ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
মামুন/টিপু
আরো পড়ুন