ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:৪৬, ১ এপ্রিল ২০২৩
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে সৈয়দ আলম (৬১) নামে এক রোহিঙ্গা প্রবীণ নিহত হয়েছেন। 

শনিবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে, একই দিন ভোর ৪টার দিকে উপজেলার পালংখালী ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ, এ/৪২ ব্লকে ঘটনাটি ঘটে।

নিহত সৈয়দ আলম একই ক্যাম্পের মৃত কাশিমের ছেলে।

ওসি মোহাম্মদ আলী জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে ২০/২৫ জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যাম্পের সড়কে অবস্থান নেয়। তারা আজ ভোরের দিকে সৈয়দ আলমের পিঠের ডান পাশে গুলি করে। এতে ঘটনাস্থলেই সৈয়দ আলম মারা যান। 

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়