হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৬ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়।
শনিবার (১ এপ্রিল) দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন একথ্য জানান।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম (৫০) ও তার মেয়ে মোছা. জেসমিন আক্তার সুরভী (২২)।
অধিনায়ক মারুফ হোসেন জানান, গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান আসছে বলে খবর আসে। এর পরপরই র্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৬৩ গ্রাম হেরোইন জব্দ হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ টাকা। ওই দুই নারী সম্পর্কে মা-মেয়ে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আলামতসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
অদিত্য/ মাসুদ
আরো পড়ুন