ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ’

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৬:২৯, ১ এপ্রিল ২০২৩
‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ এখন মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। আজ আমরা দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছি।’

তিনি বলেন, ‘ইলিশ মাছ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপক গবেষণা করছে। এর ফলে, এখন সারা বছরই বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। কিন্তু গত ৪-৫ বছর আগেও ইলিশ রক্ষায় বেশ ঝুঁকিতে ছিল বাংলাদেশ।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদক ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিকটন। আর ২০২১-২২ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৬৭ হাজার মেট্রিকটনে পৌঁছেছে। এ সব কিছুই হয়েছে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায়।’

শনিবার (১ এপ্রিল) পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মৎস্যজীবীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘মা ও জাটকা ইলিশ ধরবেন না। কারণ এই মাছই আগামী দিনের সম্পদ। একটি মা ইলিশ একবারে প্রায় ছয় লাখ ডিম ছাড়ে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলসহ পুরো দেশের ব্যাপক উন্নয়ন হয়। তাই, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তাওহিদুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়