ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২ দিন পর চালু হলো হিলি চেক পোস্টের সার্ভার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:৫৯, ১ এপ্রিল ২০২৩
২ দিন পর চালু হলো হিলি চেক পোস্টের সার্ভার

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেক পোস্টের সার্ভার দুই দিন বিকল থাকার পর আজ সকালে সচল হয়েছে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ঝামেলাবিহীন ভাবে যাতায়াত করতে পারায় খুশি যাত্রীরা।

শনিবার (১ এপ্রিল) বিকেলে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেক পোস্টের সার্ভারে সমস্যা দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম। পরে ম্যানুয়ালি পাসপোর্ট এন্ট্রি কার্যক্রম শুরু হয়। শুক্রবারও একই অবস্থা ছিল।’

তিনি আরও বলেন, ‘শনিবার সকালে সার্ভার সচল হওয়ায় হিলি ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দুই দেশের যাত্রীরা পাসপোর্ট এন্ট্রিসহ অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করতে পারছেন।’

মোসলেম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়