ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিলেটে পুলিশের বাধায় নির্ধারিত স্থানে কর্মসূচি করতে পারেনি বিএনপি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১ এপ্রিল ২০২৩  
সিলেটে পুলিশের বাধায় নির্ধারিত স্থানে কর্মসূচি করতে পারেনি বিএনপি

সিলেটে পুলিশের বাধায় বিএনপি নেতাকর্মীরা নির্ধারিত স্থানে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

বিএনপি নেতারা জানান, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি ও চন্ডিপুল এলাকায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু শনিবার (১ এপ্রিল) সকাল থেকেই এই দুই এলাকা পুলিশ ঘিরে রাখে।

নির্ধারিত স্থানে বাধা পেয়ে দুপুরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে সিলেট মহানগর বিএনপি ও দক্ষিণ সুরমার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘আজকের কর্মসূচির ব্যাপারে গত ২৭ মার্চ পুলিশকে লিখিতভাবে জানানো হয়। তখন তারা কোনও আপত্তি জানায়নি। শুক্রবার হঠাৎ করে আমাদের কর্মসূচিতে আপত্তি জানানো হয়, প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়। শনিবার সকাল থেকে কর্মসূচিস্থল ঘিরে রাখে পুলিশ। আমাদের নেতাকর্মীদের সেখানে যেতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কেবল অবস্থান নেওয়া। অথচ শহীদ মিনারে আমাদের বসতেও দেওয়া হয়নি। সরকার রীতিমতো মগের মুল্লুক সৃষ্টি করেছে।’

এদিকে, বিএনপির কর্মসূচি পালনে কোনও বাধা দেওয়া হয়নি দাবি করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘আমরা তাদের ইনডোরে অনুষ্ঠান করতে বলেছি। যে কোন হল বা কমিউনিটি সেন্টারে তারা কর্মসূচি করতে পারেন। কেবল উন্মুক্ত স্থানে কর্মসূচির ব্যাপারে আপত্তি জানানো হয়েছে।’

শেষ মুহূর্তে এসে আপত্তি জানানো প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত, ১০ দফা দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে ‘যুগপৎ আন্দোলন’ করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা সিলেটের দুই স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

নূর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়