ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১ এপ্রিল ২০২৩  
কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নাজমা বেগম (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহাতা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে ঢাকার লালবাগ থানায় একটি মামলা ছিল। সেই মামলায় তিনি কারাগারে ছিলেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ওবায়দুল রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে কারাগারের ভেতর হঠাৎ নাজমা বেগমের বুকে ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়