ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১ এপ্রিল ২০২৩  
খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ১২

খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

বিদ্যুৎ ও গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালনকালে শনিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষের পর পুলিশ নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির অফিস ঘেরাও করে রাখে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ শতাধিক নেতাকর্মী আটকা পড়েন।

সংঘর্ষের পর দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, সারা দেশের মতো খুলনাতেও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পুলিশ বিনা কারণে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

খুলনা মহানগর পুলিশের (দক্ষিণ) ডেপুটি কমিশনার মো. তাজুল ইসলাম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ও সাত রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

নূরুজ্জামান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়