ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আয় সাড়ে ৩ লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:৩৬, ২ এপ্রিল ২০২৩
অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আয় সাড়ে ৩ লাখ টাকা

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া উত্তোলিত বালু নিলামে বিক্রি করেছে ইউএনও জহির ইমামের ভ্রাম্যমাণ আদালত। নিলামে বালু বিক্রির ৩ লাখ ৬৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এ সময় ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়।

শনিবার (১ এপ্রিল) দুপুরে স্থানীয়দের অভিযোগে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকার বোয়ালমারি সতিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। অভিযুক্ত হিমেল মিয়া লতাবর এলাকার আব্দুল করিমের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জহির ইমাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। বালু উত্তোলনের বিষয় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/ফারুক/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়