ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২ এপ্রিল ২০২৩  
আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার 

পটুয়াখালীর কলাপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২ এপ্রিল) সকালে পৌর শহরের রহমতপুর এলকা থেকে মো. আব্দুর রহমান (৩৬) নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট। 

আরো পড়ুন:

গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান রহমতপুর এলাকার মৃত জব্বার মুন্সির ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুর রহমান তার ফেসবুক আইডি ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এবং সংগঠনটির নেতা জসিম উদ্দিন রাহমানির পক্ষে উগ্রবাদী ও জঙ্গি মতবাদ প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুইটি এন্ড্রয়েড মোবাইল, একটি ফিচার ফোন, জঙ্গিবাদ সংশ্লিষ্ট দুটি বই, একাধিক সিম কার্ড ও মেমোরি কার্ডসহ হাতে লেখা বিভিন্ন ওষুধ কোম্পানির প্যাড জব্দ করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় আব্দুর রহমানসহ নাম না জানা ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। 

আজ দুপুরে আসামিতে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহিম চৌধুরী বলেন, আসামিকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়