ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামলাজট নিরসনে নতুন বিচারক নিয়োগের কাজ চলছে: প্রধান বিচাপতি 

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১১ এপ্রিল ২০২৩  
মামলাজট নিরসনে নতুন বিচারক নিয়োগের কাজ চলছে: প্রধান বিচাপতি 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দেশে  মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম। ফলে বাড়ছে মামলার দীর্ঘসূত্রতা। বিচারকরা সাধ্যমত চেষ্টা করছেন মামলাজট কমানোর। আর সেই লক্ষ্যে দ্রুত নতুন বিচারক নিয়োগের কাজ চলছে।’

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামক বিচার প্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

প্রধান বিচারপতি বলেন, ‘দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। বিচারকের এ সংখ্যা একবারেই কম। ইতোমধ্যেই ১০২ জন বিচারক নিয়োগের কাজ চলছে। যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। আরোও ১০০ বিচারক নিয়োগের কাজ প্রক্রিয়াধীন।’  

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের মলিক জনগণ। আদালতে আগত বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। এজন্য জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জু। এজন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জেলায় জেলায় ৫০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে ন্যায়কুঞ্জু নির্মাণে। আমরা ঠিকাদারদের বলেবো এটি নির্মাণে যাতে কোনো রকমের অনিয়ম না হয়।’

মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্টার তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইমলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল প্রমুখ। 

মহাসিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়