৩৯০ কেজি সরকারি চাল জব্দ
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৫৮, ১৮ এপ্রিল ২০২৩

পটুয়াখালীর কলাপাড়া থেকে ৩৯০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামের বশার মিয়া নামের এক ব্যক্তির বাসা থেকে এসব চাল জব্দ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সরকারি ছিল লাগানো চাল জব্দ করা হয়েছে। ১৩টি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। অভিযান চলাকালে বাড়িতে কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে এই চাল ভিজিএফ অথবা সরকারি অন্য কোনো খাতের হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইমরান/ মাসুদ