ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধু সেতু পার হলো ৮২৩৯ মোটরসাইকেল 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২১ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৩৩, ২১ এপ্রিল ২০২৩
বঙ্গবন্ধু সেতু পার হলো ৮২৩৯ মোটরসাইকেল 

ফাইল ফটো

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারপারের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই সেতু পার হয়েছে ছোট বড় মিলিয়ে ৪২ হাজার ৩৬৫টি পরিবহন। এরমধ্যে বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গে গেছে ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল। 

এদিকে, গত বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত এই সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। 

আরো পড়ুন:

শুক্রবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এতথ্য জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২ পর্যন্ত সেতুর পূর্ব অংশ পাড় হয়ে উত্তরবঙ্গ গেছে ২৭ হাজার ৩৬৮টি পরিবহন। এতে পূর্বপাড়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া সেতুর পশ্চিমপাড় হয়ে ঢাকা গেছে ১৫ হাজার ৭টি বিভিন্ন ধরনের গাড়ি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।

এবার ঈদে সব্বোর্চ সংখ্যক মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পারাপারে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল শুধুমাত্র সেতুর পূর্ব অংশ দিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, বঙ্গবন্ধু  সেতু দিয়ে রেকর্ড পরিমাণ মোটরসাইকেল পাড় হয়েছে। এছাড়া টোল আদায় বেড়েছে।

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়