ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেল শূন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১ মে ২০২৩  
মোটরসাইকেল শূন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঈদকে কেন্দ্র করে মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চালু করেছিলো বিআইডব্লিউটিসি। তবে যানবাহন না থাকায় সরিয়ে নেওয়া হয়েছে দুইটি ফেরি। এতে আবারো বন্ধ হয়ে গেলো এই ফেরি রুট।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে ফেরি ‘কলমিলতা’ সরিয়ে নেওয়া হয়। এর আগে গত ২৭ এপ্রিল অপর ফেরি ফেরি ‘কুঞ্জলতা’ সরিয়ে নেওয়া হয়।

আরো পড়ুন:

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হোসেন জানান, ঈদুল ফিতরের জন্য দুটি ফেরি দিয়ে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল পারাপার শুরু করা হয়েছিলো। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ার পর থেকে বর্তমানে এই নৌরুটে এসব যানবাহন আসছে না। ফলে এখন আর ফেরির প্রয়োজনীয়তা নেই। 

তিনি আরও জানান, ফেরি ‘কুঞ্জলতা’ আরিচা কাজিরহাট রুট থেকে আনা হয়েছিলো। আর কলমিলতা আনা হয়েছিলো ভোলা-লক্ষ্মীপুর নৌরুট থেকে। এখন শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় আগের রুটেই দুটি ফেরিকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুটে দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল ও যাত্রী পারাপারের জন্য ফেরি চলাচল চালু করেছিলো বিআইডাব্লিউটিসি।

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়