ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

সাবেক পৌর কাউন্সিলর হত্যা: জামিন পেলেন ৩৪ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৩ মে ২০২৩  
সাবেক পৌর কাউন্সিলর হত্যা: জামিন পেলেন ৩৪ জন

নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেম

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যা মামলায় আগাম জামিন পেয়েছেন মেয়র মোখলেসুর রহমানসহ ৩৪ জন। বুধবার (৩ মে) হাইকোর্টের বেঞ্চ শুনানি শেষে ৪ সপ্তাহের আগাম জামিন দেন তাদের। 

হাইকোর্টের আইনজীবী মো. মিনহাদুজ্জামান লিটন ও আইনজীবী সাঈদা ইয়াসমিন এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ

অ্যাডভোকেট মো. মিনহাদুজ্জামান লিটন স্বাক্ষরিত পত্রে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা ও খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে আজ (বুধবার) আলাদাভাবে আগাম জামিনের আবেদন করেন ৩৪ জন। শুনানি শেষে বেঞ্চ চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন আবেদনকারীদের।

আরও পড়ুন: সাবেক ওয়ার্ড কাউন্সিলর হত্যার ঘটনায় আটক ২

আলাদা চারটি জামিন আবেদনের মধ্যে একটিতে ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, সামিউল হক লিটন,
শহীদ রানা টিপু ও রহমত আলী। অন্য দুটি আবেদনে ছিলেন- মনিরুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল করিম অভি, আজিজুর রহমান, ইয়াসিন আলী কোয়েল, আজম আলী, ওসমান আলী, আবু বাক্কার, আসাদুজ্জামান ছানা, মিজানুর রহমান, আলমগীর হোসেন, জামিল হোসেন, আব্দুস সামাদ, শামশুল হুদা।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

অপর আইনজীবী সাঈদা ইয়াসমিন জানান, একই বেঞ্চে তার তত্ত্বাবধানে জামিন হয়েছে আরো ১৬ জনের। তারা হলেন- আব্দুল হক,
রাকিব উদ্দীন, দুরুল ইসলাম, আনিসুর রহমান সোনা, আতিয়ার রহমান, আব্দুল মতিন, গোলাম আজম, মবিন আলী, নুরনবী ইসলাম, রাজ্জাক আলী, মুকুল আলী, বাশার আলী, গোলাম ফারুক কালু, জাহাঙ্গীর আলম, সুজন
আলী খোকন, মো. রমজান।

গত ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড়ে খায়রুল ইসলাম জেমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার তিনদিন পর ২২ এপ্রিল সদর মডেল থানায় ৪৮ জনের নাম উল্লেখ ও নাম না জানা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন জেমের ভাই মনিরুল ইসলাম। পুলিশ এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত ১১ জন ও সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করেছে।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়