ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বই পড়ায় আগ্রহী করতে সৈকতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৪ মে ২০২৩   আপডেট: ১৭:০৬, ৪ মে ২০২৩
বই পড়ায় আগ্রহী করতে সৈকতে ব্যতিক্রমী উদ্যোগ

সুস্থ সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে র‌্যালি ও পাঠচক্রের আয়োজন করেছে জ্ঞানের আলো পাঠাগার। এটি গোপালগঞ্জের কোটালীপাড়ার সামাজিক সংগঠন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৪ মে) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে ৪০ সদস্যের এ স্বেচ্ছাসেবী সংগঠন পর্যটকদের বই পাঠে উদ্বুদ্ধ করতে মাইকিং ও র‌্যালি বের করে। র‌্যালিটি কলাতলী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে পাঠচক্রে অংশ নেয় তারা। এ সময় সমুদ্রেসৈকতের পর্যটকরা জ্ঞানের আলো পাঠাগারের ব্যতিক্রমী এই আয়োজনকে সাধুবাদ জানান।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ‘মানুষ বই পড়েই নিজেকে জানতে পারে এবং নিজের জীবনকে আলোকিত করতে পারে। একটি ভালো বই যে কোনো মানুষকে বদলে দিতে পারে। সেই লক্ষ্যে আমরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে কক্সবাজারে এসে পর্যটকদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে র‌্যালি ও পাঠচক্রের আয়োজন করলাম। সংগঠনের সদস্যরা শিক্ষা, যুব উন্নয়ন ও সমাজকল্যাণমুলক কাজ করে।’ 

সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, ‘বই এমন উপকরণ যা পড়ার পড়ে যত্ন করে সাজিয়ে রাখা যায়। প্রজন্মের পর প্রজন্ম চাইলে সেই বই পড়তে পারে। তাই সকলের উচিত বই ভালোবাসা এবং বেশি বেশি পড়া।’

ময়মনসিংহ থেকে ঘুরতে আসা নব দম্পতি আনোয়ার ও পারুল বলেন, ‘অনেকবার আমারা কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসেছি। এবারই ব্যতিক্রম আয়োজন দেখলাম জ্ঞানের আলো পাঠাগারের। অনেক পর্যটকরা এই বই পাঠে উদ্বুদ্ধ হবে।’
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়