লাশবাহী গাড়ির টোল আদায় নিয়ে হাতাহাতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় লাশবাহী গাড়ির টোল আদায় নিয়ে টোল আদায়কারীদের সঙ্গে মারা যাওয়া ব্যক্তির পরিবারের হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মে) বিকেলে মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুতে ঘটনাটি ঘটে। পরে দুই জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন- শফিকুল ইসলাম ও আব্দুস সোবহান। তারা দুই জনই এই সেতুর টোল প্লাজার কর্মী। তাদের থানায় নিয়ে গেছে পুলিশ।
প্রতক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার প্রেম লাল চৌধুরীর (৬০) মারা যান। শেষকৃত্যের জন্য প্রেম লালের লাশ ট্রাকে করে জেলার শিবগঞ্জ পৌর এলাকার তর্তিপুরের শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। রেহাইচর এলাকার মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল আদায়কারীরা মারা যাওয়া প্রেম লালের পরিবারের কাছে ট্রাকের টোলের টাকা চান। কিন্তু প্রেম লালের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায়। এই নিয়েই দুই পক্ষের মধ্যে পরে হাতাহাতি হয়। পরে পরিবারের লোকজন ট্রাক থেকে লাশ নামিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, লাশ বহনকরী একটি ট্রাকের টোল আদায় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী/ মাসুদ