ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১৭ মে ২০২৩   আপডেট: ১৯:০৫, ১৭ মে ২০২৩
উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

রাজধানীর উত্তরা এলাকায় রেলপথের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে ঘটনাটি ঘটে। 

এদিকে, মারা যাওয়া হাতিটিকে উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। তবে হাতিটির মাহুত বা মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। 

আরো পড়ুন:

বিমানবন্দর স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আকবর আলী জানান, বুধবার দুপুরে রাজধানীর কোটবাড়ি এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রেল রুটের পাশ দিয়ে দুইটি হাতি নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। দুপুর পৌণে ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। ঘটনার পরপরই অন্য হাতিটি নিয়ে মাহুত পালিয়ে যান। খবর পেয়ে রেলবিভাগের ভেকু দিয়ে হাতিটি উদ্ধার করে দুই লাইনের মাঝখানে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, মারা যাওয়া হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়