ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় কৃষি জমিতে পড়েছিল বন্য হাতির মরদেহ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ নভেম্বর ২০২৫  
উখিয়ায় কৃষি জমিতে পড়েছিল বন্য হাতির মরদেহ

কক্সবাজারের উখিয়ার একটি ফসলের ক্ষেত থেকে পূর্ণবয়স্ক বন্য হাতির মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে ইউনিয়নের পশ্চিম খয়রাতি রমজান আলী ঘোনা এলাকার জমিতে হাতিটি মৃত্যু হয়। বন বিভাগ বলছে, তারা প্রাণীটির মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।

রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ হামজা জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে বন বিভাগকে জানানো হয়।

আরো পড়ুন:

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে প্রাণীটির মৃত্যু হয়েছে তা জানতে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন।”

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি ও সীমান্ত এলাকায় সম্প্রতি বন্য হাতির চলাচল বেড়েছে। এ কারণে ফসল রক্ষায় কিছু কৃষক অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন। এতে প্রতিনিয়ত বন্যপ্রাণী ঝুঁকির মুখে পড়ছে।

দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, “ফসল নষ্ট হওয়ায় কিছু কৃষক বৈদ্যুতিক জাল দিয়ে জমি ঘিরে রাখেন। এসব জালে আটকে হাতির মৃত্যু ঘটে।”

স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইউনুছ বলেন, “ধান ক্ষেত ও কলাবাগান রক্ষায় অনেকেই বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। এতে হাতির মৃত্যু হচ্ছে।”

বন বিভাগের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত উখিয়া ও টেকনাফে পাঁচ বন্য হাতির মৃত্যু হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়