ঢাকা     শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

রাসিক নির্বাচনে জাপার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২১ মে ২০২৩  
রাসিক নির্বাচনে জাপার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। রোববার (২১ মে) সকালে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি হজরত শাহ মখদুম (রুপশ) রহঃ মাজার জিয়ারত করেন।

মনোনয়নপত্র জমাদানের পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমরা জয় লাভ করব। আশা করছি, ভোট সুষ্ঠু হবে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। সেই হিসেবে আমার নির্বাচনে এসেছি।’ 

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু, শাহিনুল ইসলাম শাহিন, লুৎফর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়