ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজমত উল্লাহর প্রচারণায় তারকা, ভোট চাইছেন ফেরদৌস-নিপুণরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২১ মে ২০২৩   আপডেট: ১৯:৩৬, ২১ মে ২০২৩
আজমত উল্লাহর প্রচারণায় তারকা, ভোট চাইছেন ফেরদৌস-নিপুণরা

আর মাত্র তিন দিন পরেই গাজীপুর সিটি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে সর্বদলীয় প্রচারণা এখন তুঙ্গে। দিনরাত ভোট চেয়ে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের কাছে। এবার প্রচারণার সারিতে দেখা গেল আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে এক ঝাঁক চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের। 

রোববার (২১ মে) বিকেল সাড়ে ৩টা থেকে আ.লীগ মেয়রপ্রার্থী আজমত উল্লার পক্ষে প্রচারণায় অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন। এ ছাড়াও ছিলেন চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি, সোহানা সাবা, জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান। 

আরো পড়ুন:

তারা টঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন। পরে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় খোলা গাড়িতে করে আজমত উল্লার পক্ষে প্রচারণা চালান চলচ্চিত্র তারকারা।

এ সময় ভোটারদের উদ্দেশে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আজমত উল্লা খান একজন ভালো মানুষ। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৫ তারিখ অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন’।

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চন ভাইকে ভোটের মাধ্যমে সহযোগিতা করেছেন; তেমনিভাবে নৌকা এবং আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’।

এদিকে, চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি গত কয়েকদিন ধরেই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় আজমত ‍উল্লার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

রেজাউল/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়