ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট বিড়ম্বনায় আজমত উল্লা খানের বড় ভাই
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিড়ম্বনায় পড়েন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের বড় ভাই আব্দুর রহমান খান (৭৭)।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে তিনি ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিতে এসে এ বিড়ম্বনায় পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমত উল্লা খানের ব্যক্তিগত সহকারী (অস্থায়ী) শাহজাহান তপন।
তিনি বলেন, আজমত উল্লা খানের বড় ভাইয়ের বয়স প্রায় ৭৭ বছর। এজন্য আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে সমস্যা হয়েছে। তবে পরবর্তীতে স্মার্টকার্ড দিয়ে তিনি ভোট দিয়েছেন।
এরআগে একই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আজমত উল্লা খান ভোট দেন। তবে একটু ঝামেলা হলেও পরে আঙুলেই ভোট দিয়েছেন।
রফিক/টিপু