ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেম করে বিয়ে, স্ত্রীকে বাড়িতে না নিয়ে মারধরের অভিযোগ 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২৫ মে ২০২৩   আপডেট: ১৩:২৬, ২৫ মে ২০২৩
প্রেম করে বিয়ে, স্ত্রীকে বাড়িতে না নিয়ে মারধরের অভিযোগ 

মাদারীপুরের শিবচরে প্রেম করে বিয়ে করেন খালিদ মৃধা নামে এক যুবক। এখন এই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি তার স্ত্রীকে বাড়িতে না নিয়ে মারধর করেছেন। 

গতকাল বুধবার ভুক্তভোগীর মা শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৫) মে সকালে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

আরো পড়ুন:

অভিযুক্ত খালিদ উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের পান্না মৃধার ছেলে।

ভুক্তভোগী নারী একই ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে কথা শুরু হয় খালিদের সঙ্গে তার। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। কয়েকদিন আগে তাদের বিয়ের বিষয়টি জানতে পারে খালিদের পরিবার। এতে মেয়েটির পরিবারের সঙ্গে খালিদের পারিবারের বিরোধের সৃষ্টি হয়।

গত ২২ মে রাত ৯টার দিকে ভুক্তভোগীর দুলাভাইয়ের বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খালিদ তার বিয়ে করা স্ত্রীকে মারধর শুরু করেন। আহত হলে মেয়েটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্বজনরা। পরে ভুক্তভোগী মেয়ের মা গতকাল বুধবার শিবচর থানায় খালিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে জানতে খালিদের মুঠোফোনে কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী মেয়েটির মা লিখিত অভিযোগ করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

বেলাল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়