ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২৭ মে ২০২৩   আপডেট: ০৯:৫৬, ২৭ মে ২০২৩
সিলেটে জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ

সিলেট শহরের পাঠানটুলা রাগীব রাবেয়া হাসপাতালের পাশের একটি জুয়ার আস্তানা গুঁড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে জুয়া খেলার সরঞ্জাম। 

শুক্রবার (২৬ মে) রাত ১০ টার দিকে ওসি সাইফুল আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালায় জালালাবাদ থানা পুলিশ। 

জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রোকন বলেন, মেডিক্যাল কলেজ শিক্ষার্থী ও এলাকাবাসীদের অভিযোগে আমি পুলিশ সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযান করেছি। এ সময় কাউকে সেখানে পাওয়া যায়নি।

তিনি বলেন, পাঠানটুলা রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ এলাকায় দীর্ঘদিন থেকে জুয়ার আসর বসতেছিলো। তবে সেটি গুঁড়িয়ে দেওয়া হলো। সেখানে আর কোনোভাবেই জুয়ার আসর বসতে দেওয়া হবেনা। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়