ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

সিসিক নির্বাচন: ‘নগরবাসীর সেবা করতে এসেছি’

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৮ মে ২০২৩  
সিসিক নির্বাচন: ‘নগরবাসীর সেবা করতে এসেছি’

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, ‘আমি রিটার্ন টিকেট নিয়ে আসিনি, আমি নগরবাসীর সেবা করতে এসেছি। আমার দল পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরসহ শীর্ষ নেতাদের আশীর্বাদ নিয়ে এবং জনগণের ভালোবাসার উপর ভরসা করে কাজ করে যাচ্ছি।’  

রোববার (২৮ মে) দুপুর ১২টায় নগরীর বারুতখানা থেকে জিন্দাবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগরের আহ্বায়ক সুফিয়ান খানসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। 

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়