ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

আ.লীগের ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৯ মে ২০২৩   আপডেট: ১৬:১৮, ২৯ মে ২০২৩
আ.লীগের ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় খাগড়াছড়ি আওয়ামী লীগের ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার (২৮ মে) দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে মামলাটি করেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা। 

মামলায় খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনকে প্রধান করে ১০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে ২৫০ আওয়ামী লীগের নেতাকর্মীকে। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা, আহত ৫

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম বলেন, আমলী আদালত মামলাটি আমলে নিয়েছেন। বিচারক খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ নিয়েছেন। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আদালত থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি।

প্রসঙ্গত, গত ২৬ মে খাগড়াছড়ি আওয়ামী লীগ অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হন। 

আজাদ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়