ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা, আহত ৫

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৬ মে ২০২৩   আপডেট: ১৬:৪৯, ২৬ মে ২০২৩
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা, আহত ৫

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনে ঘটনাটি ঘটে।

খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুর ২টায় জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে। এসময় পুলিশ সেখানে উপস্থিত ছিল। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানে অক্ষত রয়েছেন। এখন তিনি বিএনপি কার্যালয়ে অবস্থান করছেন।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সর্তকতার সঙ্গেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে, ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা লাঠি নিয়ে খাগড়াছড়ি শহরে মিছিল করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ২টায় শহরের চেতনা মঞ্চে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল। 

আজাদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়