ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৩০ মে ২০২৩  
পটুয়াখালীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার 

পটুয়াখালীর মহিপুরে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামী শাহআলম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ মে) ভোররাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নিহত মমতাজ বেগম দুই সন্তানের জননী। দাম্পত্য কলহের জেরে তিনি খুন হয়েছেন বলে জানা গেছে।  এঘটনায় মমতাজের বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।  

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাত ৯ টায় ওই নারীকে প্রলোভন দেখিয়ে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায় শাহআলম। সেখানে শ্বাসরোধে হত্যা করে তাতে পুকুরে ফেলে দেয়। পরে বাড়ির লোকজন ওই নারীর লাশ পুকুর ভাসতে দেখে পুলিশে খবর দেয়। রাত একটার দিকে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। 

আবুল হাসেম বলেন, শাহআলম কোনো কাজ করতো না। সে শুধু ঘুরে বেড়াতো। এ নিয়ে আমার বোনের সঙ্গে তার বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। আমার বোনেক সে অনেকবার নির্যাতন করেছে। আমার বোনের হত্যাকারী শাহআলমের ফাঁসি চাই। 

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামিকে আজই আদালতে প্রেরন করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়